‘আপনালয়’ নামের এক অ-মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এমন মহতী উদ্যোগ গ্রহণ করছেন তিনি। প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল টুইটার পেজে শচীনকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘লকডাউনের সময় যারা ভোগান্তির মধ্যে পড়েছে তাদের সাহায্য এবং আপনালয়কে সহায়তার পদক্ষেপ নেওয়ার জন্য শচীন আপনাকে ধন্যবাদ।
নিজের টুইটার পেজে এর প্রত্যুত্তরে টিম ইন্ডিয়ার সাবেক ব্যাটসম্যান শচীন লিখেন, ‘অসহায়দের জন্য অবিরাম কাজ করে যাওয়ার জন্য আপনালয়কে আমার শুভেচ্ছা। আপনাদের কাজ জারি রাখুন। ’
কোভিড-১৯ রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রান তহবিলে গত মার্চে ২৫ লাখ রুপি দান করেন শচীন। সম-পরিমাণ দান করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলেও।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ইউবি