এসব অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার এখনই সময়। এর বিনিময়ে কেউ বিপদে পড়লে সৃষ্টিকর্তার কাছ থেকেও সাহায্য আসবে বলে মনে করেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দেশের ক্রীড়া তারকারা বিশেষ করে ক্রিকেটররা শুরু থেকেই অগ্রণী ভূমিকা রেখে চলছেন। সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে তার স্মৃতিময় ব্যাট নিলামে তুলেছিলেন। নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে তার সেই ব্যাট। এই অর্থের পুরোটাই সাকিবের ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
এর আগে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তাদের বেতনের অর্ধেক দান করে দিয়েছেন। এছাড়া ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেনসহ আরও অনেকে। রুবেল হোসেন তো নিজ বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দিয়েছেন। পাশাপাশি ভাড়াটিয়া ও এলাকার কয়েকশ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া ঢাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতেও দেখা গেছে তাকে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এমএইচএম