ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের নিয়ে আশাবাদী ডি কক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের নিয়ে আশাবাদী ডি কক কুইন্টন ডি কক-ছবি: সংগৃহীত

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার দল সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক কুইন্টন ডি কক। তিনি এই দলটাকে ধাপে ধাপে আরও এগিয়ে নিয়ে চান।

ওয়ানডে বিশ্বকাপের পর ফাফ ডু প্লেসির কাছ থেকে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় ডি ককের হাতে। দায়িত্ব পাওয়ার পর অস্ট্রেলিয়া ও ইল্যান্ডের বিপক্ষে দারুণ পাফরম্যান্স করেছেন তিনি।

তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট সাউথ আফ্রিকাকে দেওয়া এক অডিও বার্তায় ডি কক বলেন, ‘আমি দায়িত্বটা ধীরস্থিরভাবে পালন করতে চাই। আমি এখনো চেষ্টা করছি সবকিছু ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এখনো শিখছি এবং কোনো রকম তাড়াহুড়ো করতে চাই না। আমার চিন্ততা ধারায় আমি ধাপে ধাপে সামনে এগোবো। ওয়ানডে ক্রিকেটের দলটাকে নতুন করে গোছাতে হবে। তবে টি-টোয়েন্টিতে আমার মনে হয় আমরা জানি আমাদের কি করতে হবে। ’

ডি কক গত দুই বছর ধরে দক্ষিণ আফ্রিকা দলের সব ফরম্যাটেই নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এবং ধারাবাহিকভাবেই রান করে আসছেন। নিজের সাফল্য নিয়ে ডি কক বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশেষ করে টেস্ট সিরিজে আমি নিজেকে গুছিয়ে নিয়ে খেলার চেষ্ট করছিলাম। কিন্তু স্কোরগুলো বড় রানে পরিণত করতে না পারায় বেশ বিরক্ত হচ্ছিলাম। ’

নিজের ব্যাটিং নিয়ে পরিকল্পনার ব্যাপারে ডি কক বলেন, 'আমি আরও ভালো করতে চাই। দলের জন্য বড় কিছু সেঞ্চুরিও করতে চাই। এখন এভাবেই এগিয়ে যাওয়া আমার জন্য জরুরি। '

আগামী  জুলাই ও আগস্টে ২ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকার। আবার অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে এসবই এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

পরিবর্তিত পরিস্থিতি নিয়ে প্রোটিয়া অধিনায়ক বলেন, 'আমি জানি না সামনে কী অপেক্ষা করছে। সব দেশকেই তাদের নিজস্ব নিয়ম-কানুন মেনে চলতে হবে। এটা পেছনে ফেলার অপেক্ষায় থাকতে হবে এবং এরপর আমরা ফের খেলায় ফিরতে পারব। '

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।