প্রতিবছর সমারোহের সাথে মে দিবস উদযাপন করা হলেও এবার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে করোনার কারণে শ্রমজীবী মানুষদের আয়ের পথও অনেকটাই সংকুচিত হয়ে গেছে।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, 'সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল শ্রমিকদের দেয়া শ্রমকে সম্মান জানাতে প্রতি বছর ১ মে উদযাপিত হয় বিশ্ব শ্রমিক দিবস। কিন্তু করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে শ্রমিকরা তাদের প্রথাগত শ্রম দিয়ে নিজেদের জীবিকা উপার্জন করতে অক্ষম। তাই আজ বিশ্ব শ্রমিক দিবসে আমাদের সবটুকু দিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে,যাতে করে এই মহামারী শেষ হবার পরে তারা পুনরায় আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারেন। '
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছেন সাকিব। নিজের সবচেয়ে প্রিয় ব্যাটখানাও নিলামে তুলেছেন তিনি। এই ব্যাট দিয়েই তিনি ২০১৯ বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটিয়েছেন। নিলামে ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে, যার পুরোটাই নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ০১, ২০২০
এমএইচএম