ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সর্বনাশের ভয়ে জীবনীগ্রন্থ লিখছেন না ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ৭, ২০২০
সর্বনাশের ভয়ে জীবনীগ্রন্থ লিখছেন না ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার ওয়াসিম আকরাম। তারচেয়েও লো-প্রোফাইল নিয়ে অটোবায়োগ্রাফি বা জীবনীগ্রন্থ প্রকাশ করেছেন অনেক সাবেক ক্রিকেটার। কিন্তু সেই পথে হাঁটেননি পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি। 

এত উজ্জ্বল ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন জীবনীগ্রন্থ লিখছেন না, তার কারণ পরিস্কার করলেন ৫৩ বছর বয়সী ‘সুলতান অব সুইং’। জীবনী প্রকাশ করলে নিজের ও অন্যের সর্বনাশ ডেকে আনার পাশাপাশি অনেকে বিমর্ষ হবেন জানান আকরাম।

পাক প্যাশন নামের পাকিস্থানের এক গণমাধ্যমকে সাবেক বাঁ-হাতি পেসার বলেন, ‘অনেক লোক জিজ্ঞেসা করেছে, কেন তুমি জীবনী লিখছো না? আমি যদি জীবনী লিখি, মাঠের বাইরে পাকিস্তানের ক্রিকেটের সমস্যার আমি যা জানি তা যদি বলি, আমি হয়তো অনেক লোককে বিমর্ষ করবো এবং আমি-সহ আরও অনেকের সর্বনাশ ডেকে আনবো। ’

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।