ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো তামিম ইকবালের লোগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ১১, ২০২০
উন্মোচিত হলো তামিম ইকবালের লোগো তামিমের লোগো

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের জন্য তামিম ইকবালের লোগো উন্মোচিত হয়েছে। সোমবার (১১ মে) তামিম ইকবালের ফেসবুক পেজে লোগোটি উন্মোচন করা হয়। এই লোগোর জন্য প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আহত অবস্থায় এক হাতে ব্যাটিং করার মুহূর্তটি।

ফেসবুকের স্ট্যাটাসে লোগোটির ছবি দিয়ে ‘তামিম ইকবালের লোগো উন্মোচন’ শিরোনাম দিয়ে যা লেখা হয়েছে সেটি তুলে ধরা হলো।

‘২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্বে আহত অবস্থায় এক হাতে ব্যাট করার সেই মুহুর্ত!

আমরা কেন এটাকেই বেছে নিলাম তার লোগো বানানোর জন্য? কারণ, এটা ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত।

সে কি চিন্তা করছিলো, তাই না? নিজের দেশের ভালোবাসার টানে যখন কেউ সবধরণের ঝুঁকি নিতে প্রস্তুত থাকে তখন বুঝতে হবে সেই দলে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড় আছে – যার ধমণীতে মিশে আছে লাল সবুজ ।

দীর্ঘ এই ক্যারিয়ারে তামিম ইকবালের অসাধরন বেশ কিছু ইনিংস আছে, আছে বহু জয়ের নায়ক হবার গল্প ।

কিন্তু এই দৃশ্যই সত্যিকারের তামিমের পরিচয় বহন করে – দুঃসময়ে তেজস্বী!

ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবাল চিরস্মরণীয় হয়ে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১১, ২০২০
আরএআর/ইউবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।