আগামী শুক্রবার (০৫ জুন) অভিযোগের ব্যাপারে শোয়েব আখতারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'র এক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।
গত সপ্তাহে শোয়েবের বিরুদ্ধে 'এফআইএ' (দ্য ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি) বরাবর সাইবার ক্রাইম আইনে অভিযোগ দায়ের করেন পিসিবি'র আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভি। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'র বিরুদ্ধে অবশ্য এখনও মামলা করা হয়নি। তবে কিংবদন্তি ফাস্ট বোলার নিজে অবশ্য কোনো আইনি নোটিশ পাওয়ার ব্যাপারটি অস্বীকার করেছেন।
বিতর্কের শুরু স্পট ফিক্সিং সংক্রান্ত কারণে উমর আকমলকে তিন বছর নিষিদ্ধ করা নিয়ে। ওই সময় উমর আকমলের পাশে দাঁড়িয়ে পিসিবি'কে একহাত নিয়েছিলেন শোয়েব আখতার। এমনকি পিসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খানকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। সামাজিক যোগযোগের মাধ্যমে শোয়েবের এসব বিতর্কিত মন্তব্য সহজে হজম করেনি পিসিবি। তারই ফল এবারের পদক্ষেপ।
শোয়েব এর আগে পিসিবি'র আইনি পরামর্শদাতা রিজভির বিরুদ্ধেও বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছিলেন। এরপর তার বিরুদ্ধে পাকিস্তানি মুদ্রায় ১০০০ কোটি রুপির মানহানির মামলা করেন রিজভি। এছাড়া উমর আকমলকে নিষিদ্ধ করায় বোর্ডকে অদক্ষ বলে কটাক্ষ করেছিলেন তিনি। তখনো তাকে সাবধান করা হয়েছিল কিন্তু তিনি তাতে কান দেননি।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এমএইচএম