ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরপুরের হোম অব ক্রিকেটও প্রস্তুত অনুশীলনের জন্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ৭, ২০২০
মিরপুরের হোম অব ক্রিকেটও প্রস্তুত অনুশীলনের জন্য মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম: ফাইল ফটো

করোনার কারণে ক্রিকেটাররা আপাতত গৃহবন্দী। দুই মাসেরও বেশি সময় হয়ে গেল মাঠে নেই ক্রিকেট। তবে করোনার শঙ্কা পেছনে ফেলে ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেডিক্যাল বিভাগও তাদের পকিল্পনা প্রস্তুত করেছে। তাই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামও প্রস্তুত অনুশীলনের জন্য। প্রস্তুত উইকেট-মাঠ সব। 

রোববার (০৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। তিনি জানিয়েছেন, সবকিছুই প্রস্তুত রয়েছে।

 বিসিবি নির্দেশ দিলেই তারা চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবেন।  

বাতেন বলেন, ‘মাঠে অনুশীলন ফেরাতে আমাদের সব ধরনের প্রস্তুতিই নেওয়া আছে। এখন কেবল উর্ধ্বতন কর্তৃপক্ষ সবুজ সংকেত দিলেই হয়। সেটা পেলে আমাদের গ্রাউন্ডসকর্মীরা ফাইন টিউন দিতে নেমে পড়বেন। ’

জাতীয় দলের কথা চিন্তা করেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মিরপুরে। ক্রিকেটারদের ৩৭ জনের জন্য একটি পুলও নাকি ঠিক করা হয়েছে। অনুশীলনে ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে ঠিক করা হয়েছে ২৫ জুন।  

ঢাকার বাইরেও স্থানীয় ক্রিকেটারদের অনুশীলনে ফেরার ব্যবস্থা করেছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে সীমিত পরিসরে স্থানীয় ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবেন বলেও জানান বাতেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ০৭, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।