ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে পূর্ণাঙ্গ অনুশীলন করলেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
মিরপুরে পূর্ণাঙ্গ অনুশীলন করলেন মুশফিক করোনা বিরতির পর এই প্রথম কিপিং অনুশীলন করলেন মুশফিক/ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। করোনার সময় যখন ক্রিকেটাররা ঘরে ফিটনেস নিয়ে কাজ করতে ব্যস্ত, সেই সময় মুশফিক সবার আগে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে।

এর আগে অবশ্য রাজধানীর বেরাইদে অনুশীলন করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। এদিন প্রথম গ্লাভস হাতে উইকেটকিপিং অনুশীলন করেছেন তিনি।

এদিন পেসার শফিউল ইসলামের পর অনুশীলন করেন মুশফিক। ব্যাটিং, রানিংয়ের পাশাপাশি কিপিং অনুশীলন করেন তিনি। স্টেডিয়ামে এসেই প্রথমে ইনডোরে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেন। এরপর বিশ্রাম নিয়ে মিরপুরের মূল মাঠে  কিছুক্ষণ রানিং করেন। এরপর আবার বিশ্রাম নিয়ে প্রথমবারের মতো গ্লাভস হাতে নেমে পড়েন মাঠে। বেশ কিছুটা সময় কিপিং করেই অনুশীলন শেষ করেন।

অনুশীলনে মুশফিক/ছবি: শোয়েব মিথুনএদিকে করোনা বিরতির পর প্রথমবার বিসিবি’র তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেন এই ডানহাতি পেসার। এর আগে মোহাম্মদপুরের বসিলায় অনুশীলন করেছেন তিনি। ইনজুরির কারণে বারবার দল থেকে ছিটকে যাওয়ায় ফিটনেস নিয়ে এবার বেশ সচেতন তাসকিন।  

বিসিবির সূচি অনুযায়ী, সবার শেষে অনুশীলনে আসেন পেসার তাসকিন আহমেদ। নির্ধারিত সময়ের কিছুটা সময় দেরিতে আসেন তিনি। মুশফিক চলে যাওয়ার পর মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে ফিজিওকে সঙ্গে নিয়ে রানিং করেন এই তরুণ ডানহাতি পেসার। কাল আবার অনুশীলন করবেন তিনি।  

গত তিন দিন বৃষ্টিতে অনুশীলন করেন ক্রিকেটাররা। তবে অনুশীলনের পঞ্চম দিনে এসে রৌদ্রোজ্জ্বল দিনে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন সবাই। ১৯ জুলাই অনুশীলনের পরদিন থেকেই বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছে ক্রিকেটাররা।  

অনুশীলনে মুশফিক/ছবি: শোয়েব মিথুনবৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করেন চার ক্রিকেটার। সকালে অনুশীলন করেছেন পেসার শফিউল ইসলাম। এদিনই প্রথম গ্লাভস হাতে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। এরপর অনুশীলনে আসেন মোহাম্মদ মিঠুন। আর শেষে প্রথমবারের মতো অনুশীলন করেন পেসার তাসকিন আহমেদ।

এছাড়া ঢাকার বাইরে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসান ব্যক্তিগতভাবে বিসিবি’র অধীনে অনুশীলন করছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।