ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১, ১৮ জুলাই ২০২৪, ১১ মহররম ১৪৪৬

ক্রিকেট

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব সাকিব আল হাসান

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সেরা অলরাউন্ডারের।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) করোনা নেগেটিভের ফলাফল হাতে পান তিনি। এদিন দুপুরেই বিকেএসপিতে চলে যান সাকিব। সেখানে বর্তমানে আইসোলেশনে আছেন ৩৩ বছর বয়সী তারকা।

শুক্রবার রাতে বিকেএসপি’র একটি সূত্র বাংলানিউজকে সাকিবের বিকেএসপিতে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে। বিকেল ৫টার দিকে যাওয়ার কথা থাকলেও দুপুর ২টা ৩০ মিনিটের দিকেই তিনি বিকেএসপি চলে যান। শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করবেন সাকিব।

সূত্রটি বলছে, ‘সাকিব আজ দুপুর আড়াইটার দিকে বিকেএসপি চলে এসেছে। বিকাল ৫টার দিকে আসার কথা থাকলেও আগেভাগেই চলে এসেছে। এখানে সালাউদ্দিন স্যারের (সাকিবের গুরু) অধীনে আইসোলেশনে রয়েছেন। কাল থেকে ধীরে ধীরে অনুশীলন শুরু করবে। ’

সাকিবের ফিটনেস নিয়ে তাকে সহায়তা করবেন বিকেএসপির অ্যাথলেটিকস ও সাতাঁরের কোচরা।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।