করোনা ভাইরাস মহামারির প্রভাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ৬২ জন কর্মী চাকরি হারাচ্ছেন।
ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে জানান, এ বছর করোনার কারণে বোর্ড ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করেছে।
বোর্ডর ওয়ার্কফোর্স বাজেটে ২০ শতাংশ খরচ কমানোর কথা বলা হয়েছে। অন্যথায় প্রতিটি ক্ষেত্রেই ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। এর আগে করোনার শুরুতেই অবশ্য হ্যারিসন সতর্ক করে জানিয়েছিলেন, ৩০০ মিলিয়নের মতো ক্ষতি হতে পারে।
ইংল্যান্ড যদিও অন্য ক্রিকেট বোর্ডগুলোর মতো বসে নেই। করোনার মাঝেই তারা জৈব সুরক্ষা বলয়ে সিরিজ শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার সঙ্গে বর্তমানে সিরিজ খেলছে বিশ্বকাপজয়ীরা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এমএমএস