বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও আলোচনা চলছে। এই সিরিজ উপলক্ষে নিউজিল্যান্ড থেকেই সরাসরি লঙ্কাতে টাইগারদের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি ও ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলানের।
তবে এই দুই কোচকে ঢাকায় আসতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গেই শ্রীলঙ্কা যাবেন তারা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ভ্রমণ জটিলতার কারণেই তাদেরকে ঢাকায় আসতে বলা হয়েছে।
প্রধান নির্বাহী বলেন, ‘কলম্বোর ফ্লাইটের ক্ষেত্রে জটিলতা থাকায় আমরা ভেট্টোরি ও ম্যাকমিলানকে ঢাকায় আসতে বলেছি এবং তারপর দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে বলেছি। ’
টাইগারদের শ্রীলঙ্কা সফর এখনও নিশ্চিত করা হয়নি। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে বিসিবি।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আরএআর/ইউবি