ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

মেহেদির অর্ধশতকে তামিমদের লড়াকু পুঁজি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
মেহেদির অর্ধশতকে তামিমদের লড়াকু পুঁজি ছবি: শোয়েব মিথুন

বিসিবি প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে নাজমুল একাদশকে ২২২ রানের টার্গেট দিয়েছে তামিম একাদশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার পরও শেখ মেহেদি হাসানের অর্ধশতকে ৫০ ওভারে তামিমের দল সংগ্রহ করে ৯ উইকেটে ২২১ রান।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিম। এরপর নাজমুল একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তামিম একাদশ। এনামুল হক বিজয় (১২), মোহাম্মদ মিঠুন (৪), তামিম ইকবাল (৩১) রানে আউট হলে ৬৫রানে ৪ উইকেট হারায় তামিমের দল।

পঞ্চম উইকেট জুটিতে শাহাদাত হোসেন দিপু ও মোসাদ্দেক হোসেন ৪০ রানের জুটি গড়ে ভালো স্কোর গড়তে চেষ্টা করেন। কিন্তু এরপর মোসাদ্দেক (১২), দিপু (৩১), আকবর আলী (২) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৩) দ্রুত বিদায় নিলে ১২৫ রানে ৮ উইকেট হারায় তামিম একাদশ।  

ছবি: শোয়েব মিথুন

৪৩.৩ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। অষ্টম উইকেটে শেখ মেহেদি হাসান ও তাইজুল ইসলামের ৫০ রানের জুটি লড়াকু পুঁজি গড়তে সহায়তা করে দলকে।  

দারণ এক অর্ধ শতক তুলে নেন মেহেদি। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তামিম একাদশ ৯ উইকেটে ২২১ রান করে। ইনিংসের শেষ ওভারে মেহেদি ৫৮ বলে ৮২ রানের ইনিংস খেলে আউট হলে ৯৫ রানের নবম উইকেট জুটি ভাঙে।  

ছবি: শোয়েব মিথুন

নাজমুল একাদশের আল আমিন হোসেন ৩টি, নাঈম হাসান ও রিশাদ আহমেদ ২টি এবং মুকিদুল ইসলাম মুগ্ধ ১টি উইকেট নেন।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।