ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

স্টেডিয়ামে দর্শক উপস্থিতির কথা ভাবছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
স্টেডিয়ামে দর্শক উপস্থিতির কথা ভাবছে বিসিবি বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন/ছবি: শোয়েব মিথুন

করোনা বিরতির পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার মাঠে ফিরেছে প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে এই টুর্নামেন্টে করোনা সংক্রান্ত সরকারি বিধিনিষেধের কারণে স্টেডিয়াম ছিল দর্শকশূন্য।

তবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে স্টেডিয়ামে সীমিত পরিসরে দর্শক উপস্থিতির কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। সরকারের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'এখন পর্যন্ত সরকারের যে গাইডলাইন আছে সে অনুযায়ী সাধারণ দর্শকদের খেলা দেখার ব্যাপারে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরও এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ করে যেটা বাস্তবে সম্ভব এবং ওই সময় যেটার অনুমোদন মিলবে সেভাবেই আমরা করব। '

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।