ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

উন্মোচিত হলো ফরচুন বরিশালের লোগো ও জার্সি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
উন্মোচিত হলো ফরচুন বরিশালের লোগো ও জার্সি উন্মোচিত হলো ফরচুন বরিশালের লোগো ও জার্সি। ছবি: শোয়েব মিথুন

আগামী ২৪ নভেম্বর থেকে শুর হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের অন্যতম দল ফরচুন বরিশাল।

টুর্নামেন্টের জন্য দলের লোগো ও জার্সি উন্মোচন করেছে ফরচুন বরিশাল।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বড় আয়োজনে জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক এমপি।

এছাড়াও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও ফরচুন বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জাহেদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফরচুন বরিশাল দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল আলম অংকন, সুমন খান ও আবু সায়েম উপস্থিত ছিলেন।

ফরচুন বরিশাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।  

দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন সোহেল ইসলাম ও সহকারী কোচ হিসেবে গোলাম মুর্তজা।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আরএআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।