ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'বিপজ্জনক' হেলমেট পরে সমালোচনার শিকার আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
'বিপজ্জনক' হেলমেট পরে সমালোচনার শিকার আফ্রিদি এই হেলমেট পরেই ব্যাটিংয়ে নেমেছিলেন আফ্রিদি/ছবি: সংগৃহীত

পাঁচ আউন্স ওজনের বলের আঘাত থেকে মাথা ও মুখমণ্ডল বাঁচাতে হেলমেটের ব্যবহার অপরিহার্য। শুরুতে ব্যাটসম্যানরা নিজেদের উদ্ভাবিত সামগ্রী দিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করলেও কালে কালে তাতে লেগেছে আধুনিকতার ছোঁয়া।

আগে শুধু মাথার সুরক্ষার কথা ভাবা হতো। কিন্তু এখনকার হেলমেটগুলোতে বাড়তি সুরক্ষার জন্য থাকে গ্রিলের বর্ম। কিন্তু আগের সব হেলমেটের ডিজাইনকে পেছনে ফেলে দিয়েছে শহীদ আফ্রিদির নতুন হেলমেট।

শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচে অদ্ভুত দর্শন এক হেলমেট পরে ব্যাটিংয়ে নামেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের হেলমেট দেখে মনে হতে পারে, এটি বানানোর সময় নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তাই করা হয়নি। বরং তার ওই হেলমেট রীতিমত বিপজ্জনক বলে মন্তব্য করছেন অনেকে। আবার অনেকে এ নিয়ে ট্রল করতেও ছাড়ছেন না।

আফ্রিদির এই নতুন হেলমেট কেন আলাদা? কারণ হেলমেটের যে অংশ মুখমণ্ডলকে সুরক্ষা দেওয়ার কথা সেই অংশ অনেকটা ফাঁকা। কপাল থেকে নিচের গ্রিল পর্যন্ত যে ফাঁকা আছে তাতে অনায়াসে একটা বল ঢুকে দুর্ঘটনার কারণ হতে পারে। শুধু কি তাই, চোখের সামনে কোনো গ্রিল নেই, বরং নিচের গ্রিল থেকে কিছু অংশ বাইরে বের হয়ে বাঁকা করে চোখের দিকে রাখা হয়েছে, অর্থাৎ সেখানে বল লাগলে বিপদ ঘটা স্বাভাবিক।

নতুন হেলমেট পরেও অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি আফ্রিদি। বরং পিএসএলে প্রত্যাবর্তনের ম্যাচে ১২ বলে মাত্র ১২ রান এসেছে তার ব্যাট থেকে। কিন্তু ম্যাচে তার ব্যাটিংয়ের চেয়ে নতুন ওই হেলমেট বেশি মনোযোগ কাড়ে। এমনকি ম্যাচের ধারাভাষ্য দিতে গিয়ে সাবেক ক্রিকেটার বাজিদ খান বলেন, 'তার (আফ্রিদির) হেলমেটে অদ্ভুত গ্রিল দেখা যাচ্ছে। এমনকিছু আগে কখনো দেখিনি। '

তবে এমন অদ্ভুত হেলমেট আফ্রিদির আগেও ব্যবহার করেছেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডস। সম্প্রতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে কাজ করা এই কিংবদন্তি ফিল্ডার ওই হেলমেট পরার কারণ হিসেবে জানিয়েছিলেন, এতে বোলারের হাত এবং বল স্পষ্টভাবে দেখা যায়। স্কাই স্পোর্টসের ক্রিকেট অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার তানজিল খাজা এক টুইটে আফ্রিদির এই হেলমেট বেছে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি লিখেছেন, 'আমি নাকি আফ্রিদির হেলমেটের গ্রিল বেশি বিপজ্জনক? চোখ এবং মুখের সামনে একটু বেশিই খোলা মনে হচ্ছে। '

ব্যাটিং করার সময় হেলমেট পরা অবস্থায় বলের আঘাতে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর পর হেলমেটের নকশায় অনেক পরিবর্তন আনা হয়েছে। মাথার পেছনে আঘাত পাওয়া থেকে ব্যাটসম্যানদের বাঁচাতে বাড়তি আবরণ যুক্ত করা হয়েছে। কিন্তু আফ্রিদি সেসবের কোনো তোয়াক্কা না করেই বিপজ্জনক হেলমেট পরে মাঠে নেমে গেলেন!

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।