ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফিরেই টেস্ট র‌্যাংকিংয়ের ৪ নম্বরে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, ডিসেম্বর ৮, ২০২০
ফিরেই টেস্ট র‌্যাংকিংয়ের ৪ নম্বরে সাকিব আল হাসান ...

আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার সময় টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তিনে ছিলেন সাকিব আল হাসান। তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সেখানে চার নম্বরে আছেন টাইগার অলরাউন্ডার।

জুয়াড়িদের প্রস্তাব গোপন করায় গত বছর অক্টোবরে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। ওই দিনই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিং থেকে তার নাম মুছে ফেলা হয়েছিল। এ বছর ২৯ অক্টোবর উঠে গেছে সেই নিষেধাজ্ঞা। তাই আবার র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশি এই তারকা।

আইসিসির ওয়েবসাইটের খবরে জানা যায়, টেস্টের অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। ৪৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ডের বেন স্টোকস।  

দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। এছাড়া ৩৯৭ পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।