ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়সূচী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়সূচী

কুয়াশার কারণে চলমান বঙ্গবন্ধু টি-টিয়োন্টি কাপের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী খেলাগুলো এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আগের সূচি অনুযায়ী শুক্রবার ব্যাতীত দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টা ৫০ মিনিটে (সম্ভাব্য)। আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছ’টায় শুরু হয়ে শেষ হয়েছে রাত ৯টা ৫০ মিনিটে। তবে নতুন সময়সূচীতে অনুযায়ী দিনের প্রথম ম্যাচ দুপুর সাড়ে ১২টায় শুরু হবে আর শেষ হবে বিকেল ৩টা ৫০ মিনিটে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ বিকেল সাড়ে ৫টায় শুরু হবে আর শেষ হবে রাত ৮টা ৫০ মিনিটে।

এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ারও একই দিনে হওয়ার কারণে নতুনসূচী অনুযায়ী খেলা হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫০মিনিটে শেষ হবে।

কুয়াশার কারণেই সময়সূচী পরিবর্তন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।