ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে হারের সঙ্গে জরিমানাও গুনলেন কোহলিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
শেষ ম্যাচে হারের সঙ্গে জরিমানাও গুনলেন কোহলিরা

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরাজয়ের পাশাপাশি ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে নির্ধারিত সময় লক্ষ্য এক ওভারের বেশি সময় নিয়েছে বিরাট কোহলি বাহিনী।

ভারতীয় অধিনায়ক কোহলি অবশ্য দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে আনুষ্ঠানিক কোনো শুনানিতে যেতে হয়নি তাদের।

এই সফরে সীমিত ওভারে এনিয়ে দ্বিতীয়বার জরিমানা গুনলো ভারত। এর আগে প্রথম ওয়ানডেতে এই স্লো-ওভার রেটের কারণে একই পরিমাণ জরিমানা হয়েছিল তাদের।

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জিতেছিল। তবে ভারত টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।