ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্থগিত হওয়া সিরিজ পুনরায় খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
স্থগিত হওয়া সিরিজ পুনরায় খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড 

শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী জানুয়ারিতে পুনরায় খেলার ব্যাপারে নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এর আগে চলতি বছরের মার্চে লঙ্কা সফরে গিয়েছিল ইংলিশরা।

কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে ওয়ার্ম-আপ ম্যাচের পর নিজ দেশে ফিরতে হয় তাদের।

জো রুটের দল এই সফরের জন্য দেশ ছাড়বে ০২ জানুয়ারি। টেস্ট দু’টি হবে ১৪ ও ২২ জানুয়ারি, গলে।

শ্রীলঙ্কায় পৌঁছে সফরকারীরা হাম্বানটোটায় নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টিনে থাকবে। এই সময়ে তারা অনুশীলন করবে এবং ৫-৯ জানুয়ারির মধ্যে পাঁচ দিনে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করে নেবে।

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টি-টোয়েন্টি সিরিজ সম্পন্ন করলেও তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে পারেনি ইংল্যান্ড। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সিরিজ পরিত্যক্ত হওয়ায় দেশে ফিরে গেছে ইংলিশরা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।