ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেলেন পাকিস্তান অধিনায়ক বাবর

ইমাম-উল-হকের বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোটে পড়ার একদিন পরেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেলেন। আর এতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান।

এমনকি টেস্ট সিরিজেও শঙ্কা রয়েছে পাকিস্তান দলনেতার।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, থ্রো-ডাউন সেশনে বাবর ইনজুরিতে পড়ে। যেখানে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে এক্স-রে করার পর চিড় ধরা পড়ে। এর ফলে সে আগামী ১২ দিন মাঠের বাইরে থাকবে। তবে প্রথম টেস্টে উপস্থিতি নিশ্চিত করতে চিকিৎসক তাকে নিয়মিত পর্যবেক্ষণ করবে। ’

বাবরের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শাদাব খান নেতৃত্ব বুঝে নিতে পারেন। যদিও এই লেগস্পিন অলরাউন্ডার নিজেও কুচকির চোটে ভুগছেন। যার ফলে রোববার তিনি নেটে শুধু ব্যাটিং সেশনে থাকতে পেরেছেন। এর আগে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় একই কারণে টি-টোয়েন্টি খেলতে পারেননি।

তবে বিবৃতিতে শাদাব সম্পর্কে বলা হয়েছে, অকল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের ঠিক আগেই তার খেলার ব্যাপারটি নিশ্চিত করা হবে। ’

আগামী ১৮ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।