ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে ৩৬’র লজ্জা ভুলে এগিয়ে যাওয়ার পরামর্শ স্মিথের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ভারতকে ৩৬’র লজ্জা ভুলে এগিয়ে যাওয়ার পরামর্শ স্মিথের

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে কি লজ্জাটাই না পেল ভারত। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয় বিরাট কোহলিবাহিনী।

ম্যাচে দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া। তবে এমন পতন ভুলে সামনে দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।

যদিও প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন অধিনায়ক কোহলি। চোটের কারণে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। এছাড়া ভারতীয় দলে আসতে পারে আরও অনেক পরিবর্তন।

স্মিথ বলেন, 'ওই দিন অবিশ্বাস্য বোলিং করেছিল আমাদের বোলাররা। আমার তো মনে হয়, গত পাঁচ বছরে দল হিসেবে এত ভাল বল আগে করেনি ওরা। অসাধারণ একটা লেংথে বল করছিল বোলাররা। মাঝে মাঝে এমনটা হয়। একটা দারুণ বল এল আর ব্যাটসম্যান সেটা খোঁচা দিয়ে দিল। যা হয়েছে, তা ভুলে যেতে হবে। ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে। '

তিনি আরও বলেন, 'প্রত্যেকের মানসিকতা আলাদা হয়। সে কী ভাবে আউটটাকে দেখছে, কী ভাবে খেলাটাকে দেখছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমি বলব, সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভাল করে দেখো। কী করলে আরও ভালো হয়,  সেটা বোঝার চেষ্টা কর। '

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন বিরাট কোহলি। তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন স্মিথ, 'অনেক চাপের মধ্যে কোহলিকে এই পিতৃত্বের ছুটি নিতে হয়েছে। নিশ্চই তাকে থেকে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই চাপ সামলে যে সে নিজের সন্তানের জন্মের সময় সেখানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য কোহলিকে কৃতিত্ব দিতে হবে। '

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সি-ডে টেস্টে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।