ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বক্সিং ডে টেস্ট: অপরিবর্তিত অস্ট্রেলিয়া একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, ডিসেম্বর ২৪, ২০২০
বক্সিং ডে টেস্ট: অপরিবর্তিত অস্ট্রেলিয়া একাদশ

অ্যাডিলেডে দুর্দান্ত জয় তুলে নেওয়া একাদশে কোনো পরিবর্তন না এনেই বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়াকে মোকাবিলা করবে অস্ট্রেলিয়া।

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিরাট কোহলিদের মুখোমুখি হবে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা স্বাগতিকরা।

এদিকে কুঁচকির ইনজুরিতে দ্বিতীয় টেস্টেও ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তারপরও দলে পরিবর্তন আনার কোনও কারণ দেখছেন না অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। টপ অর্ডারে ম্যাথু ওয়েডের সঙ্গে আবারও জুটি গড়তে দেখা যাবে জো বার্নসকে।

ম্যাচ দেখতে এমসিজিতে ৩০ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার এমসিজিতে দর্শক দেখা যাবে।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।