ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বক্সিং ডে টেস্ট: ভারতীয় একাদশে চার পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
বক্সিং ডে টেস্ট: ভারতীয় একাদশে চার পরিবর্তন বক্সিং ডে টেস্টে অভিষেক হবে মোহাম্মদ সিরাজের/ছবি; সংগৃহীত

অ্যাডিলেডে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের (৩৬ রান) লজ্জায় ডুবেছিল ভারত। দ্বিতীয় টেস্টের আগে তাই টিম ইন্ডিয়ার সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

সেই লক্ষ্যে মূল একাদশে চারটি পরিবর্তন আনলো সফরকারীরা।

বক্সিং ডে টেস্টকে সামনে রেখে শুক্রবার একাদশ ঘোষণা করেছে ভারত। আগের ম্যাচের দলে চারটি পরিবর্তন আনা হয়েছে এবারের একাদশে। প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন শুভমান গিল ও মোহাম্মস সিরাজ। এছাড়া ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ।  

এদিকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে অ্যাডিলেড টেস্টের পর দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। নিয়মিত অধিনায়কের বদলে সিরিজের বাকি দুই ম্যাচে দলের নেতৃত্বভার সামলাবেন আজিঙ্কা রাহানে। কোহলির শূন্যস্থান পূরণের জন্য দলে ডাক পেয়েছেন জাদেজা।  

এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। ডানহাতি অভিজ্ঞ পেসারের জায়গায় ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সিরাজ। আর মেলবোর্ন টেস্টে পন্থ ডাক পাওয়ায় একাদশের বাইরে চলে গেছেন ঋদ্ধিমান সাহা। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় কপাল পুড়েছে পৃথ্বী শ’র। তার জায়গায় অভিষেক হচ্ছে গিলের।

বক্সিং ডে টেস্টে ভারতের একাদশ:
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।