ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির অভিজ্ঞতাটা সবাই মিস করবে: আকরাম খান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
মাশরাফির অভিজ্ঞতাটা সবাই মিস করবে: আকরাম খান

করোনা বিরতির দীর্ঘ নয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল আসছে বাংলাদেশে।

এজন্য বাংলাদেশ দল ঘোষণাও করছে বোর্ড। তবে এই সিরিজে আর খেলা হচ্ছে না টাইগারদের সফল সাবেক ওয়ানডে অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার। আর মাশরাফির এই অভিজ্ঞতাটাই মিস করবে দল এমটাই মনে করেন আকরাম খান।

শনিবার (০৯ জানুয়ারি) মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। মাশয়াফির সামর্থ্য নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই জাতীয় দলের সাবেকে এই ক্রিকেটারের। আর আসছে সিরিজে মাঠে মাশরাফির অভিজ্ঞতাটা পাবে না দল।

আকরাম খান বলেন, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। তার মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।