ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৬ হাজার রানের মাইলফলকে পূজারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
৬ হাজার রানের মাইলফলকে পূজারা বাঁ-দিকে পুজারার ‍হুইপস

ভারতের ১১তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন চেতশ্বর পূজারা। সোমবার (১১ জানুয়ারি) সিডনিতে অস্ট্রেলিয়া বনাম ভারতের তৃতীয় টেস্টের শেষদিনে এই মাইলফলকে পা রাখেন তিনি।

 

নিজের ৮০তম টেস্টে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছায় পূজারাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  

ভারতীয়দের মধ্যে টেস্টে ৬ হাজার রানের মাইলফলকের চূড়ায় আছেন শচীন টেন্ডুলকার (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৬৫), সুনীল গাভাস্কার (১০১২২), ভিভিএস লক্ষণ (৮৭৮১), বীরেন্দর শেওয়াগ (৮৫০৩), বিরাট কোহলি (৭৩১৮), সৌরভ গাঙ্গুলি (৭২১২), দিলীপ ভেংগসরকার (৬৮৬৮), মোহাম্মদ আজাহারউদ্দিন (৬২১৫), গুন্ডাপ্পা বিশ্বনাথ (৬০৮০)।  

ঋষভ পন্ত (৯৭) ও পূজারার ব্যাটে ভর করে অজিদের বিপক্ষে সিডনি টেস্টের শেষদিন জমিয়ে তুলেছে ভারত। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ১০৮ রান। ৪০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯৯ রান করেছে ভারত। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ২৪৪ রানে।  

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। ৬ উইকেটে ৩১২ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।  

শেষদিনের লাঞ্চ সেশনের পরে পূজারা সাজঘরে ফেরে জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে। তার ২০৫ রানের ৭৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চারে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।