ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়ান তারকা পোলার্ডের মৃত্যুর গুজব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ক্যারিবীয়ান তারকা পোলার্ডের মৃত্যুর গুজব

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইরন পোলার্ড মারা গেছেন! হঠাৎ করেই এমন গুজব ছড়িয়ে পরে। তবে মজার ব্যাপারে সেই সময়ই ক্যারিবীয় তারকা মাঠে দিব্যি ক্রিকেট খেলছেন।

পোলার্ডকে নিয়ে ইন্টারনেটে এমন ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। শুক্রবার কয়েকজন ইউটিউবার দাবি করতে থাকেন যে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পোলার্ডের।

মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে খবরটি। কিন্তু আবুধাবিতে টি-টেন লিগে পোলার্ডের দল ডেকান গ্ল্যাডিয়েটর্স তখন পুনে ডেভিলসের বিপক্ষে ম্যাচ খেলছিল। পোলার্ড ছিলেন দলের নেতৃত্বে।

পোলার্ডের মৃত্যুর গুজব সংক্রান্ত মোট চারটি ভিডিও দেখা গেছে ইউটিউবে। ফেইসবুকেও কয়েকটি ভিডিও পাওয়া গেছে। টুইটারেও ছড়িয়ে পড়ে এই মারকুটে ব্যাটসম্যানের মৃত্যুর গুজব।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।