ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হৃদরোগে রঞ্জিজয়ী ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
হৃদরোগে রঞ্জিজয়ী ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সেই মৃত্যুবরণ করলেন ভারতের রঞ্জি ট্রফিজয়ী ক্রিকেটার অবি বরোট।

গতকাল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।

এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।  

২০১৯-২০ মৌসুমের প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জেতার সাদ পেয়েছিল সৌরাষ্ট্র। সেবার দলের শিরোপা জয়ের পেছনে বড় অবদান ছিল অবির। বাংলার বিপক্ষে ফাইনালে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।  

সৌরাষ্ট্র ছাড়াও হরিয়ানা ও গুজরাটের হয়েও রঞ্জিতে খেলেছেন অবি। উইকেট সামলানো ছাড়াও মাঝে মাঝে অফ স্পিন বলও করতেন তিনি। ২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর সৌরাষ্ট্রের হয়ে ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩৮টি লিস্ট ‘এ’ এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেট ১৫৩৭, লিস্ট ‘এ’-তে ১০৩০ এবং টি-টোয়েন্টিতে ৭১৭ রান করেছিলেন অবি। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলী ট্রফির এক ম্যাচে ৫৩ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। এমনকি একসময় ভারত অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বও দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।