মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার (১৯ নভেম্বর) শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত ৮ রান করেই এই রেকর্ড গড়েন পাকিস্তান অধিনায়ক।
পরে অবশ্য এই রানেই বাবর তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। ১০ বলে একটি চারে ৮ রান করেন তিনি।
নিজের ৬৮তম ম্যাচ খেলতে নামা বাবর ২৫০৭ রানে মাঠে নামেন। যেখানে দেশটির অভিজ্ঞ ব্যাটার হাফিজ এতদিন ১১৯ ম্যাচে ২৫১৪ রান নিয়ে শীর্ষে ছিলেন। খেলেছিলেন ১০৮টি ইনিংস। তবে মাত্র ৬৩ ইনিংস খেলেই মাইলফলকটি নিজের কাছে নিয়ে আনলেন বাবর। এসময় ডানহাতি এই ব্যাটার ৪৭.৪৫ গড় ও প্রায় ১৩০ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরিসহ করেছেন ২৪টি হাফসেঞ্চুরি।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বব্যাপী ৭ নম্বরে উঠে এলেন বাবর। ৯৫ ম্যাচে ৩২২৭ রানে শীর্ষে রয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। এরপরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে মার্টিন গাপটিল, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ, পল স্টার্লিং ও ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এমএমএস