ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন আগেই। চলতি জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) হাসছে না তার ব্যাট।
আজ মঙ্গলবার বিকেএসপিতে লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ নম্বর বোলার হিসেবে বোলিংয়ে আসেন খুলনা বিভাগের মিঠুন। অফ স্পিনে ২০.৫ ওভারের টানা স্পেলে ৭৫ রানে নেন ৭ উইকেট। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ইনিংসে বোলিং করে তার উইকেট ছিল মোটে ৬টি। এবার এক ম্যাচেই তিনি বাজিমাত করলেন।
কিন্তু ব্যাট হাতে এবারের এনসিএল মোটেও ভালো কাটছে না মিঠুনের। ৮ ইনিংসে একটাও ফিফটি পাননি। ৩৭৯ রানের লক্ষ্য তাড়ায় খুলনা তৃতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৭ রান তুলে। রান তাড়ায় নেমে আজ দিনের শেষ ৯ ওভার কাটিয়ে দেন ইমরুল কায়েস (১*) ও অমিত মজুমদার (২*)। শেষ দিনে দরকার আরও ৩৭২ রান। এর আগে খুলনার প্রথম ইনিংসে থামে ২১৩ রানে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএইচএম