ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

টাইফয়েডের কারণে ঢাকা টেস্টে সাইফকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, ডিসেম্বর ১, ২০২১
টাইফয়েডের কারণে ঢাকা টেস্টে সাইফকে নিয়ে শঙ্কা

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ভরাডুবির পর মিরপুর টেস্টে চোখ রাখছে বাংলাদেশ। কিন্তু এই টেস্ট মাঠে গড়াবার আগেই দুঃসংবাদ পেল তারা।

টাইফয়েডে আক্রান্ত হওয়ায় মিরপুর টেস্টে থাকা নিয়ে শঙ্কা জেগেছে ওপেনার সাইফ হাসানের।  

মঙ্গলবার রাতে শারীরিকভাবে অসুস্থবোধ করার কারনে চিকিৎসকের কাছে গেলে টাইফয়েড ধরা পড়ে সাইফের। এখনও দলের সঙ্গেই রয়েছেন তিনি। একই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবেন এই ওপেনার। ডানহাতি এই ব্যাটার বর্তমানে বিসিবির মেডিকেল টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

পাকিস্তানের বিপক্ষে অবশ্য ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাইফ। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই তিনি আউট হয়েছেন বাউন্সার ডেলিভারিতে। প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেছেন তিনি। দুইবারই আউট হয়েছেন  শাহিন শাহ আফ্রিদির বলে।

এর আগে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন সাইফ। প্রথম ম্যাচে ১ ও দ্বিতীয় ম্যাচে ডাক মেরেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ