ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে বিপিএল, ওমিক্রন নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে বিপিএল, ওমিক্রন নিয়ে শঙ্কা

গত বছর করোনা ভাইরাসে মহামারীর কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সর্বশেষ ২০১৯-২০ সালে আয়োজন হয়েছিল বাংলাদেশি এ ফ্রাঞ্চাইজি লিগের।

তবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় এবারের বিপিএল সঠিক সময়েই মাঠে গড়াচ্ছে। আগামী বছরের ২০ জানুয়ারি উঠবে বিপিএলের পর্দা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব। ’

ইতোমধ্যে বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র দিয়েছে বিসিবি। গতবার স্পন্সরভিত্তিক দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করলেও এবার ফ্র্যাঞ্চাইজিতে ফিরে যাচ্ছে। তবে দল নিয়ে সাড়া পাওয়ার ব্যাপারে কিছু জানাননি বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘পাঁচ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে। ততদিন ওয়েট করি। তারপর বলি। ’

বিপিএলের এবারের আসর শুরু হওয়ার আগে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়া নিয়ে কিছুটা শঙ্কায় আছে বিসিবি। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেন, ‘আমাদের দেশে তো সবকিছু স্বাভাবিকভাবে চলছে। ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।