ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বৃষ্টিতে পরিত্যক্ত সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চলমান সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। দিনব্যাপী বৃষ্টি বাগড়ায় আম্পায়াররা এদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিন ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে দলটি। ওপেনার লোকেশ রাহুল ২৪৮ বলে ১২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৮১ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন আজিঙ্কা রাহানে।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে পেসার লুনগি এনগিডি একাই ৩ উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।