ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন লঙ্কান অলরাউন্ডার মেন্ডিস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন লঙ্কান অলরাউন্ডার মেন্ডিস

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান স্পিন অলরাউন্ডার জীবন মেন্ডিস। জাতীয় দলের হয়ে ৫৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

নিজের অবসরের ঘোষণা টুইটারে নিশ্চিত করে মেন্ডিস লিখেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে অসাধারণ এক পথচলা ছিল, ২০১০ সাল থেকে শুরু হওয়া এই যাত্রায় আমি গর্বিত। এই ক্যারিয়ারে আমি মূল্যবান অনেক কিছু শিখেছি ও দারুণ কিছু মুহূর্তের সাক্ষী হয়েছি। এই যাত্রায় আমি আমার সকল কোচ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞ।

ওয়ানডেতে মেন্ডিস একটি ফিফটিসহ ৬৩৬ রান করেছেন। এছাড়া লেগস্পিনে ২৮টি উইকেটও তুলে নিয়েছেন। এদিকে টি-টোয়েন্টিতে ২০৭ রানের পাশাপাশি ১২টি উইকেটও দখল করেছেন।

সর্বশেষ মেন্ডিস ২০১৯ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে লঙ্কান জার্সিতে শেষবার মাঠে নামেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।