ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ শন টেইট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ শন টেইট

বিপিএল ক্রিকেটের অষ্টম আসরের সময় ঘনিয়ে আসছে। ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটও সম্পন্ন হয়েছে।

এরই ধারাবাহিকতায় ফ্র্যাঞ্চাইজিগুলো কোচ ও অনান্য স্টাফও নিয়োগ দিচ্ছে।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পেস বোলিং কোচ হিসেবে সর্বকালের অন্যতম সেরা গতি তারকা অস্ট্রেলিয়ার শন টেইটকে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এক বিবৃতিতে মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে ছিলেন পল নিক্সন। এ বছরও তিনিই থাকছেন।

এক নজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড
দেশি: নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।

বিদেশি: বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ) ও রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।