ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

টাক মাথায় অটোগ্রাফ নিলেন সমর্থক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
টাক মাথায় অটোগ্রাফ নিলেন সমর্থক!

প্রিয় তারকার অটোগ্রাফ নেওয়ার জন্য সমর্থকরা কতই না কাণ্ড ঘটান। কাগজ, নোটবুক, ব্যাট-বলসহ অনেক কিছুতেই অটোগ্রাফ দেন তারকারা।

তবে এভার ঘটলো ভিন্ন ঘটনা। অ্যাশেজ চলাকালীন ইংলিশ এক স্পিনার থেকে নিজের টাক মাথায় অটোগ্রাফ নিলেন এক সমর্থক!

বুধবার (০৫ জানুয়ারি) ম্যাচ চলাকালীন এক ভক্ত ইংলিশ স্পিনার জ্যাক লিচের কাছে বিচিত্র আবদার করে বসেন। লিচ যখন বাউন্ডারি লাইন দিয়ে হেঁটে আসছিলেন, তখন সেই ভক্ত নিজের টাক মাথা এগিয়ে দিয়ে লিচকে অটোগ্রাফ দিতে অনুরোধ করেন। লিচ বিস্মিত হয়ে হেসে দেন। এরপর ভক্তের আবদার মিটিয়ে মাথায় অটোগ্রাফ দেন তিনি। বিষয়টি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শতক হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেন দীর্ঘদিন পর দলে যোগ দেওয়া উসমান খাজা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৪১৬ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।