শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে মাত্র ২ বছর খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ভানুকা রাজাপক্ষে। কিন্তু এক সপ্তাহ পরেই সিদ্ধান্ত বদলে ফেরার সিদ্ধান্ত নিলেন এই লঙ্কান ব্যাটার।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এর আগে গত ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রাজাপক্ষে। চিঠিতে তিনি পারিবারিক কারণে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেছিলেন।
এদিকে আজ এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপক্ষে এবং জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলে ফেরার কথা নিশ্চিত করেছেন ভানুকা রাজাপক্ষে।
রাজাপক্ষের টি-টোয়েন্টিতে অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। ২০১৯ সালের অক্টোবর মাসে লাহোরে শ্রীলঙ্কার হয়ে দারুণ পারফরম্যান্সে নিয়মিত একাদশে নাম লেখান তিনি। এ পর্যন্ত এ ব্যাটার ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৩২০ রান সংগ্রহ করেছেন। শ্রীলঙ্কার হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচেও খেলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এমএইচএম