সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ ২৪ বছর।
তবে এই সফর নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভুগছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এমন খবর জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।
নাম প্রকাশ না করে এক ক্রিকেটারের শঙ্কার খবর দিয়েছে সংবাদমাধ্যমটি। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, ‘আমরা প্রত্যেকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ’
কিন্তু দেশটির ক্রিকেট নির্বাচক জর্জ বেইলি অবশ্য ইতিবাচক কথাই শুনিয়েছেন। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সেখানে কঠোর, শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা সফরকারী দল পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করছে। ’
তিনি আরও বলেন,‘আমি বিশ্বাস করি, বোর্ড এখনও এই সফরের ছোটখাটো সকল বিষয় পর্যালোচনা করছে। যখনই আমরা সফর নিয়ে সবুজ সংকেত পাবো তখন স্কোয়াড নিয়ে কাজ করবো। ’
আগামী মার্চে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে সফর করবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এমএমএস