ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জয়-এবাদত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, ফেব্রুয়ারি ১৪, ২০২২
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জয়-এবাদত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওপেনিংয়ে নৈপুণ্য দেখিয়ে এবার জাতীয় দলে জায়গা করে নিলেন মাহমুদুল হাসান জয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট ক্রিকেটে বল হাতে ঝলক দেখানো এবাদত হোসেন জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে। তার সঙ্গে রঙিন পোশাকে আফগানিস্তানের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় আছেন মাহমুদুল হাসান জয়ও।  

একনজরে বাংলাদেশের ঘোষিত ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ