ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানে ‘গার্ড অব অনার’ পেলেন রশিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, ফেব্রুয়ারি ২০, ২০২২
পাকিস্তানে ‘গার্ড অব অনার’ পেলেন রশিদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন রশিদ খান। সেই ম্যাচ শেষে তাকে 'গার্ড অব অনার' প্রদান করেছে তার সতীর্থরা।

এবার এই লেগ স্পিনার বাংলাদেশ সফরে থাকা আফগান দলের সঙ্গে যোগ দেবেন।  

শনিবার রাতে রশিদের 'শেষ' ম্যাচে তার দল লাহোর কালান্দার্স ৬৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছেন রশিদ। এবারের আসরে ৯ ম্যাচে তিনি ১৩ উইকেট শিকার করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবং পাকিস্তানে খেলতে যাওয়ার কারণেই রশিদকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা।

এদিকে আফগানিস্তান ক্রিকেট দল শনিবার সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছেছে। সিলেটে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করেছে তারা। এসিবি জানিয়েছে, রশিদ খান, মোহাম্মদ নবী ও রাহমানুল্লাহ গুরবাজ ২১ফেব্রয়ারি চট্টগ্রামে যাবেন। আর চট্টগ্রামের মাঠেই আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এমএইচএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।