ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের প্রধান নির্বাচক ২৯ বছর বয়সী মালিকজাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আফগানদের প্রধান নির্বাচক ২৯ বছর বয়সী মালিকজাই

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে ২৯ বছর বয়সী নুর-উল-হক মালিকজাইকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। সোমবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

গত তিন মাস আফগানিস্তানের সিনিয়র ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন মালিকজাই। এবার তাকে পুরো মেয়াদে দায়িত্ব দিয়ে দিল এসিবি। দায়িত্ব পেয়ে মালিকজাই বলেন, ‘আমাদের সামনে ব্যস্ত ২০২২ সাল রয়েছে। দল হিসেবে আমরা শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোও বাস্তবায়ন করব। আমাদের দেশে অনেক প্রতিভা রয়েছে। তাদের যথাযথ সুযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘গত তিন মাসে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের সময় সবাইকে মুগ্ধ করেছেন মালিকজাই। তাই তিনি নির্বাচক প্যানেলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে বলে আমার বিশ্বাস। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল নির্বাচনে তার ভূমিকা ছিল। সম্প্রতি নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের স্কোয়াড নির্বাচন করা হয়েছে তার নেতৃত্বেই। আমি তাকে অভিনন্দন জানাই এবং তার সফলতা কামনা করি। ’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।