আফগান ইনিংসের ১৭তম ওভার। দ্বিতীয় বলেই সাকিব আল হাসানের বলে লং-অফে তুলে মারলেন নজিবুল্লাহ জাদরান।
ওই ওভারের তৃতীয় বলে ২৮ রানে ব্যাট করতে থাকা নজিবুল্লাহ স্ট্রেইট ড্রাইভ করলে বল সোজা গিয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেয়। সাকিব হাত দিয়ে বল ছোঁয়ার চেষ্টা করলেও নিশ্চিত ছিলেন না। কিন্তু তিনি শুরুতে আপিল করেন। অন-ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের কাছে রিভিওর জন্য পাঠান। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন। যদিও বল সাকিবের হাতে লেগেছে কি না তা তখনো নিশ্চিত নয়।
আম্পায়ার আউট দিলেও সাকিব কিন্তু তখনও নিশ্চিত ছিলেন না বল তার হাত ছুঁয়েছে কি না। এমনকি তিনি আপিল ফেরতের ইঙ্গিতও করেন। কিন্তু ক্রিজে থাকা দুই আফগান ব্যাটার আম্পায়ারের সিদ্ধান্তে অবাক। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে রহমত শাহকে আউট ঘোষণা করেন। সাকিবের আবেদনে জোর ছিল না, তাই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেয় আফগানিস্তান। ফলে উল্টে যায় আগের সিদ্ধান্ত। সাকিব ও বাংলাদেশ দলের বাকিরাও সেই সিদ্ধান্ত মেনে নিলেন।
বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ১০৯ রান।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
এমএইচএম