ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বর্ণময় চরিত্রগুলোর একটি ছিলেন সদ্য প্রয়াত অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। হেলে-দুলে অলস ভঙ্গিতে করা তার ঘূর্ণিজাদুতে বিমোহিত হতো সবাই।
গতকাল শুক্রবার মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারকে স্মরণ করছেন সাবেক ও বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট সংস্থাগুলোও। আজ মাঠে গড়ানো সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেও তার স্মরণে নীরবতা পালন করেছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে একই দিনে গত হওয়া দুই অজি কিংবদন্তি রডনি মার্শ ও শেন ওয়ার্নের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটাররা।
এর আগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে প্রিয় 'ওয়ার্নি'কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। দু'দলের ক্রিকেটাররা নেমেছে কালো আর্ম ব্যান্ড পরে।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ওয়ার্নকে স্মরণ করেছেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেটাররা। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ওয়ার্নের স্মরণের এক মিনিট নীরবতা পালন করেন বাবর-কামিন্সরা।
নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে আজ অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে ওয়ার্নকে স্মরণ করেন ক্রিকেটার ও স্টাফরা।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমএইচএম