দলীয় ৪৮ রানে টপঅর্ডারের ৪ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল ইংল্যান্ড। অবশেষে অপরাজিত দারুণ এক সেঞ্চুরিতে দলকে উদ্ধার করলেন জনি বেয়ারস্টো।
অ্যান্টিগার স্যার ভিভয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে কেমার রোচদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলটি। গত কয়েকবছর দারুণ ফর্মে থাকা অধিনায়ক জো রুটও টিকতে পারেননি। তিনি ১৩ রানে রোচের বলে বোল্ড হন।
পঞ্চম উইকেট জুটিতে বেয়ারস্টোকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন বেন স্টোকস। এই জুটি ১৪৬ বলে ৬৭ রান তোলে। পরে স্টোকস ৩৬ করে জাডেন সিলসের বলে বোল্ড হন। তবে হাল ছাড়েননি বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে ১৭৯ বলে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন। ফোকস (৪২) আউট হলে ক্রিস ওকসকে নিয়ে ফের ১০০ বলে ৫৪ রানের অপরাজিত জুটি গড়েন্।
এসময় নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি বেয়ারস্টো। দিন শেষে ২১৬ বলে ১৭টি চারে ১০৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অন্যপ্রান্তে ওকস ২৪ রানে অপরাজিত থাকেন।
ক্যারিবীয় বোলারদের মধ্যে রোচ, সিলস ও জেসন হোল্ডার ২টি করে উইকেট দখল করেন।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমএমএস