ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিলামে অবিক্রিত ফিঞ্চকে কিনে নিল কলকাতা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
নিলামে অবিক্রিত ফিঞ্চকে কিনে নিল কলকাতা

আইপিএল থেকে হঠাৎই সরে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্সের ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। তার বদলে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।

করোনাকালে জৈব-সুরক্ষা বলয়ে ক্লান্তির কারণে মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এবারের টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন হেলস। পরে নিলামে অবিক্রিত ফিঞ্চকে দলে নিয়েছে কেকেআর।  

কলকাতা নাইট রাইডার্স হলো ফিঞ্চের নবম আইপিএল ফ্রাঞ্চাইজি। যা ৩৫ বছর বয়সী এই অজি তারকার আইপিএল রেকর্ড।

এর আগে ২০১০ সালে প্রথমবার রাজস্থান রয়্যালস তাকে দলে নেওয়ার পর দিল্লি ক্যাপিটালস, পুনে ওয়ারিরর্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, পাঞ্জাব কিংস (সেই সময় কিংস ইলেভেন পঞ্জাব), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়েও খেলেছেন ফিঞ্চ।

পাঁচ মৌসুমের বেশি আইপিএল খেলা দলগুলির মধ্যে একমাত্র চেন্নাই সুপার কিংসের হয়েই খেলা হয়নি ফিঞ্চের। এতগুলো দলের হয়ে আইপিএল খেলার রেকর্ড আর কোনো ক্রিকেটারের নেই।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।