পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৫৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক পাকিস্তান।
করাচিতে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮১ রানে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ৪৮৯ রানের লিডে থেকে দিন শেষ করেছে সফরকারীরা। উসমান খাজা ৩৫ ও মার্নাশ লাবুশ্চানে ৩৭ রানে অপরাজিত আছেন। ওপেনার ওয়ার্নার বিদায় নিয়েছিলেন ব্যক্তিগত ৭ রান সংগ্রহ করে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে একাই লড়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ৭৯ বলে ৩ চারে ৩৬ রান করেছেন তিনি। প্রথম টেস্টে জোড়া শতক হাঁকানো ইমাম-উল-হক এবার সাজঘরে ফিরেন ২০ রান করেই। প্রথম টেস্টের আরেক সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক করেন ১৩ রান। এ ছাড়া আজহার আলী ১৪, মোহাম্মদ রিজওয়ান ৬ ও ফাহিম আশরাফ ৪ রান করেন। তবে রানের খাতা খুলতে পারেননি ফাওয়াদ আলম।
পাকিস্তানের দশ নম্বর ব্যাটার নোমান আলী ২০ ও শাহিন শাহ আফ্রিদি ১৯ রান করেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন। অভিষেকই দুই উইকেট পেয়েছেন মিচলে সোয়েপসন। এ ছাড়া প্যাট কামিন্স, ন্যাথান লায়ন ও ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট নেন। ৪০৮ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়লেও পাকিস্তানকে লজ্জা দিচ্ছে না অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নামছে কামিন্সবাহিনী।
এর আগে, আজ ৮ উইকেটে ৫০৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। দলটির পক্ষে উসমান খাজা ১৬০ ও অ্যালেক্স ক্যারি ৯৩ রানের ইনিংস খেলেছেন। স্টিভ স্মিথের ব্যাট থেকে এসেছে ৭২ রান।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরইউ