নারী ওয়ানডে বিশ্বকাপে তীরে এসে তরী ডোবাল বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে থামিয়ে দিলেও ব্যাট করতে নেমে হতাশায় পুড়লো বাংলাদেশ।
তিনি বলেন, ‘হতাশা তো আসলেই...অনেক ক্লোজ একটা ম্যাচ। অনেক বড় সুযোগ ছিল আমাদের আরও দুটি পয়েন্ট নেওয়ার। আমাদের অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এটার জন্য সবার মন খারাপ হওয়া স্বাভাবিক। ’
তবে এই ম্যাচ হারার হতাশা কাটিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। এমন প্রত্যয় ব্যক্ত করে নিগার সুলতানা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মত দলকে এত কম রানে আটকানো এবং খুব কাছে গিয়ে হারা। শেষ পর্যন্ত নাহিদা আক্তার অনেক লড়াই করেছে। আরেকজন ব্যাটার সাপোর্ট করলে হয়ে যেত। আমি যদি শেষ পর্যন্ত থাকতাম। একটা জুটির চেষ্টা করেছিলাম, ইনিংস গড়তে চেয়েছিলাম। কিন্তু কোনো কারণে ওই জায়গায় আমার আউট ক্ষতির কারণ হয়ে গেছে। পরের ম্যাচে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। ’
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার (২২ মার্চ) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
আরইউ