ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

টেস্টে বাজে হারেও বিসিবি প্রেসিডেন্টকে পাশে পেলেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, এপ্রিল ৬, ২০২২
টেস্টে বাজে হারেও বিসিবি প্রেসিডেন্টকে পাশে পেলেন ডমিঙ্গো

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম টেস্টে চারদিন ভালো খেলেও পঞ্চম দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার দেখতে হয়।

তবে বাংলাদেশের এমন হারের পরও দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো পাশে পেলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে পাপন বলেন, ‘আমার মনে হয়, যেকোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা অযথা ডমিঙ্গোকে বলিরপাঁঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটার কি ডমিঙ্গোর কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’

বিসিবি প্রেসিডেন্ট আরো বলেন, ‘যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারের সঙ্গে কথা বলি, অন্তত ১১ জন বলবে ডমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে যারা ভিন্ন কথা বলবে। তারা কোচের কথা শোনে না। যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? যারা কোচের সঙ্গে কাজ করছে, তাদের কথা শুনতে হবে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সব কিছু সমাধান করব। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।