ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

টাইগার কোচ ডমিঙ্গো করোনা পজিটিভ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, এপ্রিল ১০, ২০২২
টাইগার কোচ ডমিঙ্গো করোনা পজিটিভ 

সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। করোনা পজিটিভ হয়েছেন টাইগারদের প্রধান কোচ।

 

এন্টিজেন পরীক্ষায় ডমিঙ্গোর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আপাতত দক্ষিণ আফ্রিকায় নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। বিষয়টি আজ রোববার নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। (সূত্র- কালেরকণ্ঠ)

জানা গেছে, গত কয়েকদিন ধরেই ডমিঙ্গো অসুস্থ বোধ করছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্ট উপলক্ষে পোর্ট এলিজাবেথে যাওয়ার পর সন্ধ্যা থেকে জ্বর জ্বর লাগছিল টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। করোনার বিষয়ে নিশ্চিত হতে তিনি পিসিআর টেস্ট করান। সেই টেস্টে নেগেটিভ আসলে ডমিঙ্গো জাতীয় দলের অনুশীলনেও যোগ দেন।

এরপরও ডমিঙ্গোর শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল না। যে কারণে তার এন্টিজেন টেস্ট করানো হয়। সেই এন্টিজেন টেস্টে ডমিঙ্গো করোনা পজিটিভ হয়েছেন। এখন নেগেটিভ হওয়া পর্যন্ত তাকে আইসোলেশনেই থাকতে হবে।

এদিকে মাঠের বাইরের মতো মাঠের ভেতরেও খারাপ সময় যাচ্ছে মুমিনুলবাহিনীর। প্রথম টেস্ট হেরে এরইমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও হারের পথেই যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।