ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশাল হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন পার টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
বিশাল হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন পার টাইগারদের

ম্যাচের মাত্র তৃতীয় দিন শেষেই ফলাফল উঁকি দিতে শুরু করেছে। টাইগার স্পিনার তাইজুলের দারুণ সাফল্য সত্ত্বেও দাপুটে ব্যাটিংয়ে বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

দিনের শেষ ভাগে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ফলে চতুর্থ দিনে বিশাল হারের শঙ্কা অপেক্ষা করছে টাইগারদের সামনে।

বাংলাদেশকে ফলোঅনে না ফেলে ম্যাচে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতেই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানের। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানের। সেই লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারিয়ে ২৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও ৩৮৬ রান করতে হবে মুমিনুলবাহিনীকে। হাতে আছে ৭ উইকেট।
 
সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ রোববার পোর্ট এলিজাবেথে বৃষ্টির কারণে খেলা কিছুটা বিলম্বে শুরু হয়। খেলা শুরু হওয়ার পর দারুণ শুরু পায় বাংলাদেশ। আগের দিন যেখানে উইকেট পতনের মিছিল চলছিল, সেখানে আজ সকালে বেশ অনায়াসেই রান তুলেছেন মুশফিক ও রাব্বি। এর মধ্যে দিনের প্রথম ওভারেই টানা ৩ বাউন্ডারি হাঁকান রাব্বি।  

মুশফিক ও রাব্বি দুজনেই ছুটছিলেন ফিফটির পথে। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি থেকে মাত্র ৪ রান দূরে থামলেন রাব্বি। প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরার আগে রাব্বির ব্যাট থেকে আসে ৮৭ বলে ৪৬ রান। বিদায়ের আগে মুশফিকের সঙ্গে তার জুটিত ৭০ রান যোগ হয়।  

রাব্বির বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন মুশফিক। ক্যারিয়ারের ২৫তম ফিফটির দেখাও পান তিনি। কিন্তু এক বল পরেই অযথা সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। লাঞ্চ বিরতির ঠিক আগের ওভারে বিদায় নেওয়ার আগে মুশফিক ১৩৬ বলে ৮ চারে ৫১ রান করেন। এরপর ব্যাট হাতে বেশিক্ষণ থিতু হতে পারেননি আর কেউই। তাইজুল ৫, মিরাজ ১১ ও এবাদত শূন্য রানে বিদায় নেন। ২১৭ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হার্মার ও মুলডার ৩টি করে এবং ডুয়ানে অলিভিয়ের ও কেশভ মহারাজ ২টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশকে ফলোঅনে করানোর সুযোগ থাকলেও ২৩৬ রানে এগিয়ে থেকে ফের ব্যাটিংয়ে নামে এলগারবাহিনী। ফের ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার এরউই ও ডিন এলগার মিলে তুলে ফেলেন ৬০। দ্রুতগতিতে রান তুলছিলেন তারা। এলগারকে বোল্ড করে এই জুটি ভাঙেন তাইজুল। প্রোটিয়া দলপতির ব্যাট থেকে আসে ২৯ বলে ২৬ রানের ইনিংস।

এলগারের বিদায়ের পর হাল ধরেন এরউই ও কিগান পিটারসেন। কিন্তু তাদের জুটিতে বড় হতে দেননি তাইজুল। দ্বিতীয় সেশনের একদম শেষ বলে পিটারসেনকে (১৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার। যদিও রিভিও নিয়েছিলেন পিটারসেন, কিন্তু আম্পায়ার্স কল হওয়ায় সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষেই যায়। এরপর ৬ রান যোগ হতেই বিদায় নেন এরউই (৪১)। খালেদ আহমেদের শিকার হওয়ার আগে এরউই ৬৬ বলে ৫ চারে ৪১ রানের ইনিংস খেলেন।  

এরপর রায়ান রিকেলটনকে (১২) বেশিদূর যেতে দেননি তাইজুল। ইনিংসে এটি তার তৃতীয় ও ম্যাচে নবম উইকেট শিকার। কিন্তু টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনে মিলে ৩৫ রানের জুটি গড়েন। বাভুমাকে (৩০) ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। পরে উইয়ান মুলডারকে (৬) বোল্ড করে ফেরান এই ডানহাতি স্পিনার। মুলডার বিদায় নিতেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।  

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের বল তার ব্যাটের কানায় লেগে মুলডারের হাতে জমা হয়। প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে শূন্য রানে বিদায় নিলেন। একই বোলারের পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত (৭)। যদিও রিভিও নিয়েছিলেন তিনি। কিন্তু ফলাফল তার পক্ষে আসেনি।  

দলীয় ১১ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো তো দূরের কথা। তামিম বিদায় নিলেন ১৩ রান করেই। হার্মারের বলে মুলডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

এর আগে চার ব্যাটারের ফিফটিতে ভর করে সব উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৪৫৩ রান। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৮৪ রান আসে মহারাজের ব্যাট থেকে। বল হাতে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৬ উইকেট। ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।  

জবাবে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন পার করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪৭ রান এবং তিনে নামা নাজমুল হোসেন শান্ত করেন ৩৩ রান। দিন শেষে মুশফিক ৩০ রানে এবং ইয়াসির ৮ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।